কম্পিউটারে এনিমেশন ফটো কিভাবে ব্যবহার করবেন ?
স্টেপ ১. প্রথমে আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড কয়ারতে হবে যেটার নাম হচ্ছে deskscapes এই সফটওয়্যার টি নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করুন, ডাউনলোড শেষ হলে আর সব সাধারণ সফটওয়্যার এর মত এটিকেও আপনার পিসিতে ইন্সটল করুন।
স্টেপ ৩. এখুন সফটওয়্যার টি আপনি ৩০ দিনের জন্য ব্যবহার করতে পারবেন, যাই হোক এবার সফটওয়্যার টি ওপেন করুন, ওপেন করার পর দেখুন আপনি অনেক ওয়ালপেপার দেখতে পাবেন এর মধ্যে কিছু সাধারণ ওয়ালপেপার আছে আর কিছু লাইভ এনিমেশন, যে গুল এনিমেশন সেগুলতে ভিডিও আইকন দেওয়া আছে, আপনার যে ওয়ালপেপার পছন্দ সেটি সিলেক্ট করুন আর সাইড থেকে প্রিভিউ দেখে নিন তারপর নিচে Apply এ ক্লিক করুন।
নোটঃ বন্ধুরা আপনি এই সফটওয়্যার মধ্যে সামান্য কিছু এনিমেশন ওয়ালপেপার পাবেন তবে এই সফটওয়্যার এর একটা ওয়েবসাইট আছে সেখানে আপনি হাজার এনিমেশন ওয়ালপেপার পাবেন সেখান থেকে ডাউনলোড করেও ব্যবহার করতে পারবেন। ওয়েবসাইট লিঙ্কা এই সফটওয়্যার এর একদন নিচে পাবেন না পেলে নিচে আমি যে লিঙ্ক দিয়েছি সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করুন। ব্যবহার করা খুব সোজা ডাউনলোড করুন আর ডাউনলোড ফাইল এ দুইবার ক্লিক করুন ইন্সটল হয়ে যাবে।
আশাকরি পোস্টটি আপনাদের ভাল লেগেছে যদি মনে হয় পোস্টটি আপনার ভাল লেগেছে তাহলে অবশই পোস্টটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কোন রকম প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন । আজকের মত এখানেই ভাল ভাবেন সুস্থ থকবেন।

লেখক: 



